করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর জেলায় ১শ টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শেরপুর জেলায় ১শ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২৭ মার্চ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য জেলা প্রশাসক বরাবরে ওইসব চাল ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ‘প্রেস শেরপুর’-এ ওইসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। তিনি আরও লিখেছেন, ওই বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ১৫ মে.টন চাল ও নগদ এক লাখ টাকা, নকলায় ১১ মে.টন চাল ও নগদ ৭৫ হাজার টাকা, নালিতাবাড়ীতে ১৩ মে.টন চাল ও নগদ ৯০ হাজার টাকা, শ্রীবরদীতে ১২ মে.টন চাল ও নগদ ৮০ হাজার টাকা, ঝিনাইগাতী উপজেলায় ১০ মে. টন চাল ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা ও গৃহে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী টহল শুরু করেছে। জনস্বার্থে সেনাবাহিনীর এ টহল অব্যাহত থাকবে। বাড়িতে অবস্থান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, সুস্থ থাকুন। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন মানবিক সহায়তা হিসাবে জেলা প্রশাসন থেকে ১৫ মে.টন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত তালিকা তৈরি করে এসব মানবিক সহায়তা বিতরণ করা হবে। Related posts:শেরপুরে অনলাইন স্কুলের উদ্যোক্তা-শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানশেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতভালো থাকতে চাইলে ঘরে থাকতে হবে : মাশরাফি Post Views: ৩৪৯ SHARES জাতীয় বিষয়: