ফুলপুরে পুলিশের কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন নিম্ন শ্রেণির পেশাজীবীর মাঝে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে থানা ভবনে ডেকে নিয়ে ওসি তাদের খোঁজ-খবর নেন। পরে তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে সচরাচর এদের খোঁজ নেওয়া হয়ে ওঠে না। আজ হঠাৎ মনে হলো তাদের একটু খোঁজ-খবর নেই। পরে তাদের আমার অফিসে ডেকে এনে পাশে বসিয়ে পরিবারের খোঁজ নিলাম। তিনি আরও বলেন, এসব নিম্ন শ্রেণির অনেকের ছেলে মেয়েরাই বিভিন্ন ক্লাসে পড়ছে। তারা সবাই চায় তাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে প্রতিষ্ঠিত হোক। তাদের চেয়ে উন্নত হোক। কিন্তু আর্থিক সংকটের কারণে তারা অনেকেই বেশি দূর এগোতে পারে না। এসব নিম্ন শ্রেণির মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। Related posts:শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে চালু হল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারসরিষাবাড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুশহর ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব Post Views: ৯৯ SHARES সারা বাংলা বিষয়: