শেরপুরে ভাষা শহীদদের প্রতি জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ শেরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা যুব মহিলা লীগ। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নির্দেশে জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলার সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু। এছাড়া রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। Related posts:শেরপুরে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনশেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলশেরপুরে এবার নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে গণসংযোগ করলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ১৮৬ SHARES শেরপুর বিষয়: