শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নকলা থানার রিয়াদ মাহমুদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ শেরপুর জেলাধীন পাঁচ উপজেলার মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হলেন নকলা থানার ওসি মুহাম্মদ রিয়াদ মাহমুদ। পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও চোকস কার্য সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নকলা থানার ওসি মুহাম্মদ রিয়াদ মাহমুদকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়। এ প্রসঙ্গে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল ফোর্সের পরিশ্রম ও দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এছাড়াও তিনি নকলা উপজেলায় সকল ধরনের অপরাধ নির্মূল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি যেকোন সমস্যা সমাধানে জনগনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। Related posts:শেরপুরে পরকীয়া করে গোপনাঙ্গ হারালেন যুবকমুজিব একটি জাতির রূপকার: সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরাঝিনাইগাতীতে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও Post Views: ১৪০ SHARES শেরপুর বিষয়: