টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআই মহাপরিচালকের শ্রদ্ধা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক। ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর পৌনে ১টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের সাতজন সামরিক প্রতিনিধি ও তাদের পরিবার, ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডিজিএফআই মহাপরিচালক দুপুর ১২টা ৩৫ মিনিটে সড়কপথে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। পরে মহাপরিচালক সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও পরিদর্শন বইতে সই করে সমাধিসৌধ ত্যাগ করেন। Related posts:কিছু চালকের বেপরোয়া গতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছেকরোনায় একদিনে এত মানুষ আগে কখনও আক্রান্ত হয়নি!মহামারী রোধে মহানবী (সা.) এর নির্দেশনা অত্যন্ত কার্যকর: মার্কিন গবেষক Post Views: ১১২ SHARES জাতীয় বিষয়: