নকলার পেকুয়া বিলের একশ একর জমি দখলমুক্ত করলেন ইউএনও

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১শ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই বিলে অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহম্মেদ। এর মধ্যে ছোট বড় প্রায় ৪০টি পুকুর ছিল।

অভিযানকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, কানুনগু শেখ আব্দুর রহিম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও মামুন হোসেন, উপসহকারি ভূমি কর্মকর্তা মো. হযরত আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উপজেলার গনপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১৯৬ একর জমি আছে যা সরকারি। স্থানীয় কিছু লোকজন বেশ কিছুদিন যাবত ১শ একরের মত জায়গা অবৈধভাবে দখল করে ছোট বড় পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিল।
জেলা প্রশাসক স্যারের নির্দেশে আজ এসব অবৈধ দখলদারদের কাছ দখলমুক্ত করা হয়েছে এবং লাল নিশানা দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে।