নকলায় জাতীয় বীমা দিবস উদযাপিত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

শেরপুরের নকলায় জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ স্লোগানকে ধারণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশিষ্ট অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ।
এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ (একক বীমা) মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, ইনচার্জ মোকসেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন বীমা কোম্পানীর শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। সবশেষে যেসকল গ্রাহকের বীমার মেয়াদ পূর্ণ হয়েছে তাদের মাঝে তাদের চুক্তি অনুযায়ী দাবীকৃত টাকার চেক প্রদান করা হয়।