শেরপুরে হতদরিদ্রদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ শেরপুরে প্রতিবারের ন্যায় এবারও অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া নিম্ম আয়ের মানুষদের মাঝে নিজ তহবিল থেকে ঈদবস্ত্র বিতরণ করছেন মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২৮ এপ্রিল বৃহস্পতিবার শহরের ঢাকলহাটীস্থ তার (সাবেক এমপি শ্যামলী) রাজনৈতিক কার্যালয় থেকে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন ও বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের অসহায় দরিদ্রদের হাতে ওই ঈদবস্ত্র তুলে দেন সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক। এ ব্যাপারে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক জানান, শেরপুরের মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপার পক্ষ হতে প্রথম ধাপে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন ও ও বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবন্দদের মাধ্যমে ঈদবস্ত্র হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে ঈদ উপহার। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের আনন্দ উৎসব উদযাপনশেরপুরে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসকঝিনাইগাতীতে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত Post Views: ৩৪৩ SHARES শেরপুর বিষয়: