ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৩

হারুন অর রশিদ দুদু : “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা।

মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন। ৫ মার্চ রবিবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও আশরাফুল ইসলাম পলাশসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও জমির মালিকগণ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এ জন্য ভূমি মালিকগণ যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্যও তাগিদ দেন। নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।