নকলায় আলু ফসলের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৩

শেরপুরের নকলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই এর মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ মার্চ) সকাল ১১টায় উপজেলার বানেশ্বর্দী এলাকায় বিএডিসি হিমাগারের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) বিএ ডিসি ঢাকা আবীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান, উপপরিচালক (মান নিয়ন্ত্রণ) বিএডিসি ঢাকা এ এস এম খায়রুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে অতিথিরা মাঠে গিয়ে আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই করেন এবং উৎপাদনের সন্তোষ প্রকাশ করেন।