শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

‌’শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, নারী উদ্যোক্তা মিনু আরা বেগম, নারী উদ্যোক্তা ইসরাত জাহান কাকলী প্রমুখ। পরে আইজিএ প্রকল্পের প্রতিটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
এতে উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, নারী উদ্যোক্তা আর ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আইন বিষয়ক কর্মকর্তা হামিরুল ইসলাম সহ নারী ও কিশোরীরা অংশ গ্রহণ করেন।
এছাড়াও এতে অংশ গ্রহণ করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আইন বিষয়ক কর্মকর্তা হামিরুল ইসলাম ও ওই কর্মসূচির নারী আর কিশোরীরা।