শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, এক চালকলকে জরিমানা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে জেলা টাস্কফোর্স। ১২ জানুয়ারি রবিবার দুপুরে শহরের বটতলা এলাকায় চালের পাইকারি আড়ত ও নওহাটা এবং ঢাকলহাটি এলাকার কয়েকটি চালকলে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মজুদদারির অভিযোগে শহরের নওহাটা এলাকার দুর্গা অটো রাইস মিল মালিক রঞ্জিত পোদ্দারকে মজুদদারির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে টাস্কফোর্স কমিটির সদস্য ক্যাব সম্পাদক হাকিম বাবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মাহবুবুর রাহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।