শেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
মুসলিম ধর্মাবলম্বীদের আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম শুরু, ভেজালমুক্ত খাদ্যসামগ্রী বিক্রয় মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।