শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বজ্রপাতে হিরা মিয়া (৩০) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। ২২ জুন সোমবার বিকেলে পৌর শহরের কসবা কাচারীপাড়া (গারোটিলা) এলাকার সুতানলী দিঘীতে মাছ ধরতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত হিরা স্থানীয় মৃত আব্দুল গফুরের ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।
জানা যায়, সোমবার বিকেল সোয়া ৩ টার দিকে হিরা মিয়া বাড়ির পাশে সুতানলী দিঘীতে মাছ শিকারে যায়। ওইসময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে হলে হিরা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়।