জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ মার্চ সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা শেষে ৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। Related posts:শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালাশেরপুরে বিদেশী সবজী ব্রোকোলি চাষে সফল কলেজ ছাত্র ছোবাহানশেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ Post Views: ১৭০ SHARES শেরপুর বিষয়: