নকলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩ শেরপুরের নকলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মো. মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রিসোর্স পার্সন টিম ম্যানেজার (প্রোগ্রাম) মো. শহিদুল ইসলাম। এই উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের ৩০টি বিদ্যালয় এবং ১৮টি মাদ্রাসার প্রধান/সুপারসহ শাখা সংগঠকগন (সহকারী শিক্ষক) অংশ গ্রহন করেন। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিতনব-নির্বাচিত শেরপুর পৌর মেয়র লিটনকে জেলা যুব মহিলা লীগের শুভেচ্ছাঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে আলোচনা ও কেক কাটা Post Views: ১০৫ SHARES শেরপুর বিষয়: