পদোন্নতি পেলেন ৭২ সিনিয়র সহকারী জজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে ১৯ মার্চ রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনের ভাষ্যমতে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে। এর মধ্যে ৩ বিচারককে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে এবং বাকীদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছে তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা দেখতে ক্লিক করুন… Related posts:নতুন আইন : দুই আদালতে ৩০ মামলা, জরিমানা ২৭ হাজারপ্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রীদুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা Post Views: ১৩৩ SHARES জাতীয় বিষয়: