গাজীপুর সিটি নির্বাচন : ঋণখেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কর্মকর্তা। ৩০ এপ্রিল রবিবার সকালে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন। ফরিদুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, যেই ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় সে ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধের বিষয়টি ব্যাংক কর্মকর্তারাও নির্বাচন কর্মকর্তাকে নিশ্চিত করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তিনি ঋণখেলাপি সেজন্য তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচনে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। Related posts:ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হলেন মাছুম আহাম্মদ ভূঞাসরিষাবাড়ীতে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকদের হুমকির অভিযোগকাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত Post Views: ১৬৪ SHARES সারা বাংলা বিষয়: