শ্রীবরদীতে মে দিবস পালিত

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১, ২০২৩

সারা দেশের ন্যায় উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে পালিত হলো আন্তর্জাতিক মহান মে দিবস। দিবসটি উপলক্ষে ১ মে সোমবার সকাল ১১ টার দিকে বাসস্টান থেকে উপজেলা অটো রিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারেও র‌্যালি বের হয়।

অটো রিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও হারুনুর রশিদের নেতৃত্বে র‌্যালিতে শতাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন। অপরদিকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।