নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ১, ২০২৩ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে। শেরপুর ট্রাক, ট্যাংকলড়ী, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনটির কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর শহরের কালিনগর বাইপাস মোড়ে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি মোবাইল ফোনে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা কামাল ও প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সামছুল আলম সওদাগর, শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা আনোয়ারুল মঞ্জিল, শিক্ষকনেতা তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান, দপ্তর সম্পাদক জহুরুল হক, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার প্রমুখ। Related posts:শেরপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরুনকলায় পাখি শিকার করতে গিয়ে শিকারির মৃত্যুদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: