ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

ওইসময় তিনি বলেন, সরকার স্মার্ট ভূমি সেবার উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহবান জানান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে স্মার্ট ভূমিসেবা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, ব্রী মুক্তিযোদ্ধা শামছুল আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” উপলক্ষে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চলবে।