প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ॥ আরএমপি‘র অভিযানে বিএনপি নেতা চাঁদ গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন ভেড়িপাড়া মোড় থেকে আরএমপি কমিশনার আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। শ্যামলীনিউজ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, বিএনপি নেতা চাঁদ আজ সকাল ১১টার দিকে একটি এলিয়ন প্রাইভেটকারযোগে পালিয়ে যাওয়ার চেস্টা করছিলো। পুলিশ চেকপোস্টে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে আগে বিএনপি নেতা চাঁদ ঢাকা, গাজীরপুরের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরবর্তীতে সে রাজশাহী মহানগরে বিএনপির কয়েকজন নেতার বাসায় অবস্থান করে। আজ সে তার স্থান পরিবর্তন করার সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমিসহ আমার ইউনিটের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করি। ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলা থেকে চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। Related posts:নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিশুদ্ধ পানির তীব্র সংকটমুক্তাগাছায় চিকিৎসককে পিটিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতিসরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষককে অর্থদণ্ড Post Views: ১৯৭ SHARES সারা বাংলা বিষয়: