শেরপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) শেরপুর জেলা শাখার আয়োজনে ১৬ আগস্ট রোববার সকাল ১১টায় শহরের নিউমার্কেটস্থ আইডিইবি সম্মেলন কক্ষে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটাব শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মোরাদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রিপন মিয়া, দৈনিক তথ্যধারা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নূর মোহাম্মদ প্রমুখ। সচেতনতামূলক সভায় জেলার সাংস্কৃতিক সংগঠনের ৩০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে ১টি করে মাস্ক ও ১ সেট করে হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। Related posts:শেরপুরে সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিতশেরপুরে বঙ্গমাতার ৯১তম জন্মদিনে জেলা পুলিশের শ্রদ্ধানালিতাবাড়ীতে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ৩৩৬ SHARES শেরপুর বিষয়: