রাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। ২৯ মে সোমবার আরএমপি কমিশনার মো: আনিসুর রহমানের নির্দেশে মহানগরের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোয়ালিয়া মডেল থানায় ৩ জন, রাজপাড়া থানায় ১ জন, চন্দ্রিমা থানায় ১ জন, মতিহার থানায় ৩ জন, কাটাখালী থানায় ১ জন, বেলপুকুর থানায় ১ জন, পবা থানায় ৪ জন, কাশিয়াডাঙ্গা থানায় ২ জন, কর্ণহার থানায় ১ জন ও দামকুড়া থানায় ১ জনকে আটক করে। গ্রেফতারকৃদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে অস্ত্র-গুলি ও ২ জনকে মাদকদ্রব্য-সহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্র মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০.১৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম। Related posts:স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আটক ২নেত্রকোনায় ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারআদালত ও আইনের প্রতি সংশ্লিষ্ট সকলকে সম্মান-দায়িত্ববোধ বাড়াতে হবে ॥ পুলিশ সুপার আজীম Post Views: ১৫০ SHARES সারা বাংলা বিষয়: