মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে : আ ক ম মোজাম্মেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। তিনি ১৩ অক্টোবর বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি ইসলামপুর কলেজ মাঠে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণির আদর্শে গড়া যুবলীগ চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষে সারাদেশে ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপত্বিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ফরিদুল হক খান ও প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান প্রমুখ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমাবেশের আগে নবনির্মিত ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। Related posts:জামালপুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় পতাকা মিছিলজামালপুরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪ Post Views: ২৩২ SHARES সারা বাংলা বিষয়: