উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসার শীর্ষ কমান্ডার নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র, আট রাউন্ড গোলাবারুদ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। সোমবার (১০ জুলাই) ভোরে ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ। তিনি জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ কমান্ডার। তার নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়। সোমবার ভোরে ৮ নাম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ খবর আসে ক্যাম্প ১৭ তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে গেলে অতর্কিত গুলি চালায় এপিবিএনের ওপর। পরে এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। Related posts:দুই বাসের মুখোমুখি সংঘর্ষশেরপুরে ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিতজামালপুরে চার হাজার পরিবার পেলে পুলিশের মানবিক সহায়তা Post Views: ১৭৭ SHARES সারা বাংলা বিষয়: