দুই দফায় পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩ আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেটি পিছিয়ে পরবর্তী বছরে নিয়ে গেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া আগের পরিকল্পিত সূচিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসে ২০২৪-২৫ সালের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রকাশিত নতুন সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরে দুই দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। বাবর-রিজওয়ানদের নতুন সূচিতে দেখা যায়, ২০২৪ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। পরের বছর ২০২৫ সালের মে মাসে কোনো টেস্ট না খেললেও তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই সূচি শুরু করবে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই অধিক ম্যাচ খেলতে চায় বাবরের দল। ২০২৩-২৪ সালে পিসিবির এফটিপিতে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যার মধ্যে ১০টি ম্যাচই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি কিউইদের মাঠে অনুষ্ঠিত হবে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সূচি সাজিয়েছে পিসিবি । এদিকে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিমবাসে হামলার পর সন্ত্রাস আক্রান্ত পাকিস্তানের মাটিতে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। পরে অনেক চেষ্টার পর টেস্ট খেলুড়ে দলগুলোকে পাকিস্তানে খেলতে রাজি করায় পিসিবি। এরপর ২০২০ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিমবাসে হামলার এক দশক পর সবগুলো টেস্ট খেলুড়ে দল পাকিস্তানের মাটিতে খেললেও এখন পর্যন্ত ভারত যায়নি। Related posts:আজ নাসির ও তামিমা আদালতে হাজির হতে পারেনমুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত 'দুর্নীতি সইব না'রোনালাদোর জোড়া গোলে জুভেন্টাসের জয় Post Views: ১৮০ SHARES খেলাধুলা বিষয়: