ইনডিপেনডেন্ট টিভির দেশসেরা প্রতিনিধির মধ্যে ষষ্ঠ হলেন শেরপুরের মেরাজ উদ্দিন

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির একযুগ পূর্তিতে ৬৪ জেলার প্রতিনিধিদের মধ্যে দেশসেরা ১০ জনকে নির্বাচন করা হয়েছে। এ ১০ জনের তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন শেরপুরের প্রতিনিধি ও প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন।

ওইসময় সেরা প্রতিনিধিদের হাতে এক্সিলেন্ট এওয়ার্ড-২০২৩ এর সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও সম্মানীর চেক তুলে দেন ইনডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন এমপি।
ওইসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এম সামসুর রহমান, হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, বার্তা সম্পাদক আশিষ সৈকত ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ নজরুল ইসলাম তমালসহ প্রতিষ্ঠানের বিভিন্নস্তরের কর্মকর্তারা।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্টের শেরপুর জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন জানান, এ দিনটির কথা কখনই ভূলতে পারবো না। এজন্য আমি আমার প্রিয় প্রতিষ্ঠানের বার্তা প্রধান, ন্যাশনাল ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই, পরবর্তীতেও যেন এ ধারা অব্যহত রাখতে পারি।