শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপণী অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রবিবার বিকেলে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই সমাপণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, জীব বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। বনের ক্ষতি হোক এমন কাজ করা যাবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যেককে একটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ৩২ আনসার ব্যাটালিয়ান নালিতাবাড়ীর পরিচালক এএসএম আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন করুনা দাস কারুয়া।
আলোচনা শেষে বৃক্ষরোপণ নিয়ে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টলমালিকদের মাঝেও ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
ওইসময় ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. শহরের ডিসি উদ্যানে আয়োজিত ওই বৃক্ষ মেলায় ৪৪টি স্টল অংশগ্রহণ করে।