শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালসিা বেগম পিপিএম বলেছেন, অপরাধীদের কোন জাত-গোষ্ঠি নেই। যে বা যারাই অপরাধে জড়িত হবে- তাদের কোন ছাড় নেই। তারা কারও আশ্রয়-প্রশ্রয়ে থাকলেও শিকড় উপড়ে ফেলা হবে। সেই সাথে তাদের সাজা নিশ্চিত ও বিচারের মুখোমুখি করতে রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। নবাগত পুলিশ সুপার ২ আগস্ট বুধবার দুপুরে জেলা পুিলশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন প্রশ্নে ওই কথা বলেন।

‘তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে- এ প্রতিপাদ্যকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুলিশও কাজ করছে। আধুনিক পুলিশ পেশাদারি দায়িত্বের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নিচ্ছে। দিনদিন নতুন করে অপরাধের ধরণযুক্ত হচ্ছে বলে চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। তবে শেরপুর একটি চমৎকার, নৈসর্গিক সুন্দর ও শান্ত জেলা। এখানে অপরাধের মাত্রা অন্য জেলার চেয়ে কম। তার পরও রয়েছে মাদক ও যানজটসহ কিছু সমস্যা। তবে শেরপুর মাদকের ট্রানজিট নয়। এখানে ডিমান্ড বেশি বলেই সাপ্লাই চলে আসে। এক্ষেত্রে মানিসিক গঠন ও সামাজিক দায়িত্ব বাড়াতে হবে। মানুষ সচেতন হলে ওই সব সমস্যা মোকাবেলা করাও কঠিন নয়।
তিনি বলেন, পুলিশ ও মিডিয়ার রিলেশন দীর্ঘদিনের। গণমাধ্যম কর্মীদের লেখনী আমাদের সঠিক পথ দেখায়। আর কোন ভয়াবহ বিপদের সময় সবাই চলে গেলেও দায়িত্বের তাগিদে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা ঠিকই থাকে। কাজেই সার্বিক আইনশৃঙ্গলার দিক দিয়ে শেরপুরকে আরও উন্নীত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতার বিকল্প নেই। তিনি জেলা সদর হাসপাতালে মাদকসেবীদের দৌরাত্ব ও শহরে যানজট সহনীয় পর্যায় নিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গারো পাহাড়ে পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব, জুয়া ও ইভটিজিং রোধসহ নানা অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম জোড়দারকরণের ঘোষনা দেন।


মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জিব চন্দ বিল্টু, জিএম আজফার বাবুল. দেবাশীষ ভট্টাচার্য, রফিক মজিদ, হাকিম বাবুল, জিএইচ হান্নান, ইমরান হাসান রাব্বি প্রমুখ।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার তাহমনিা আক্তার, জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল প্রমুখ।