শেরপুরে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে বাধা দেওয়ায় রিকশাচালক খুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩ শেরপুর সদরে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে এক দল যুবক। ১ আগস্ট সোমবার ভোর রাতে শেরপুর পৌর শহরের পশ্চিম শেরী এলাকায় ওই ঘটনা ঘটে। বুধবার তিনি মারা যান। ২ সন্তানের জনক নিহত মিন্না শেখ ওই এলাকার মৃত আশ্রাফ আলী ওরফে পেতো’র ছেলে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল। জানা যায়, নিহত মিন্না শেখের বসত ঘরের পাশে এক দল যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিলেন। মিন্না শেখ তাদেরকে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স গান বন্ধ করতে নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিন্না শেখের ওপর হামলা করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন ও সেকান্দর আলী জানান, রাতের শুরু থেকেই বখাটেরা সাউন্ডবক্স বাজাচ্ছিলেন। গভীর রাতেও সাউন্ড না কমানোয় মিন্না ভাই তাদের নিষেধ করে। পরে এ নিয়ে তাদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোতালেবের ছেলে কবির (৫৫), কবিরের ছেলে রাজিব (৩৩) ও রাজন (২২), বাবুল মোল্লার ছেলে সোহান (২৮), মোজাম্মেলের ছেলে রবিউল করিম (৩২) ঘরে হামলা চালায় ও ভাইকে চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে কোপ দেয়। এতে ভাইয়ের পেট কেটে ভুড়ি বের হয়ে যায়। পরে তারা ভাইকে কোচ (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে আঘাত করে। ভাইকে ওই সন্ত্রাসীরা যেভাবে মেরে ফেললো, এ ঘটনায় সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানাচ্ছি। নিহতের মা লাইলি বানু (৭২) বলেন, আমার বাপরে এভাবে কুপাইয়া যারা মারলো, আমি তাদের ফাঁসি চাই। আমার দুইটা নাতি আছে এডার (একটার) বয়স ৫, আরেডার (আরেকটা) বয়স ৮। এহন (এখন) তাদের দেখবে কে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল জানান, ওই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন । জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। Related posts:শেরপুরে এবার কামারিয়া ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ Post Views: ২৪০ SHARES শেরপুর বিষয়: