শেরপুরে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের সাহাব্দীরচর মধ্যপাড়া এলাকার মৃত হাবেল আলীর পুত্র মো. রমজান আলী (২৮) ও মো. মহর আলীর পুত্র মো. সুমন মিয়া (২৭)।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া পূর্বপাড়া এলাকায় জনৈক স্বপন মিয়ার বসত বাড়ির সামনে অভিযান চালানো হয়। ওইসময় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী ও মহর আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।