শেরপুরে রিক্সা চালক হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৩ শেরপুর সদর উপজেলার পশ্চিমশেরী এলাকায় উচ্চস্বরে সাউন্ডবক্স না বাজাতে অনুরোধ করায় রিক্সাচালক মিন্না শেখকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান ২ আসামী রাজিব মিয়া ও রাজন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ৬ আগস্ট রবিবার বগুড়া জেলার আদমদিঘী হতে এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানার ডুমরা এলাকায় থেকে ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। উল্লেখ্য গত ১ আগষ্ট রাতে রিক্সা চালিয়ে বাসায় ফিরে শেরপুর শহরের পশ্চিম শেরী পাড়ার মিন্না শেখ। তার ঘরের সাথেই কবরস্থানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজিব, রাজন, সোহান, ও রবিউল করিম বক্স বাজাতে থাকে। এতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর কারণে ঘুমুতে পারছিলনা সে। তাই বক্স বাজাতে বন্ধ করতে বললে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের ভুরি বের করে দেয় মিন্না শেখের। পরে তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২ আগষ্ট মারা যায় দুই শিশু সন্তানের জনক মিন্না শেখ। এ ঘটনায় শেরপুর সদর থানায় পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। Related posts:প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ঝিনাইগাতীর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণশেরপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনশেরপুরে মৃগী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার Post Views: ২৬৪ SHARES শেরপুর বিষয়: