শেরপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

আকস্মিকভাবে শেরপুর সদর থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ৮ আগস্ট মঙ্গলবার তিনি ওই পরিদর্শন করেন।

সদর থানায় পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল। সদর থানার ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।


নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। সদর থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।