নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

শেরপুরের নালিতাবাড়ীতে চলন্ত কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ৮ আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল (২৮) উপজেলার উত্তর গড়কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে জাফর ইকবাল নিজের মোটরসাইকেলে করে শহরের গাজীর খামার টেম্পু স্ট্যান্ড থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন, এসময় চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক দিয়ে নকলাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাফর ইকবাল।
পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে, কৌশলে পালিয়ে গেছে চালক। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।