জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী রেঞ্জ ডিআইজির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

১৫ আগস্ট মঙ্গলবার মহানগরের সিঅ্যান্ডবির মোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ওই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।


ওইসময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ রশীদুল হাসান পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) নরেশ চাকমা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মুহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আব্দুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ মোর্শেদ আলম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।