শেরপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

শেরপুরে স্বাধীন বাংলার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত , কালো পতাকা ও দলীয় উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।


সকাল নয়টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এমপি শ্যামলী।

ওইসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার, শ্রীবরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঝিনাইগাতী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে একটি শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে এসে শেষ হয়।