বশেফমুবিপ্রবিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ জামালপুর প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বেলা ১১টায় জামালপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক হুমায়ুন কবির। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা, কুফল এবং সামাজিক জীবনে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরো দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, সমাজকর্ম বিভাগের প্রভাষক ড. আল মামুন সরকার প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি ড. এ এইচ এম মাহবুবুর রহমান শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। Related posts:ছুরিকাঘাতে আরএফএলর কর্মকর্তা নিহত : গ্রেফতার ৩শীতেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামও কমছেজাল সনদে চাকরি নেওয়ায়, মহিলা প্রভাষক গ্রেফতার Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: