শেরপুরে ভাংগারী ব্যবসায়ী সমিতির মৃত সদস্যের পরিবারে আর্থিক অনুদান প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩ শেরপুর জেলা আয়রন (ভাংগারী) ব্যবসায়ী সমিতির মৃত সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২১ আগস্ট সোমবার শহরের ঢাকলহাটীস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলার চৈতনখিলা এলাকার মৃত ভাংগারী ব্যবসায়ী শরাফত আলীর পরিবারের কাছে ওই সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শহর কৃষকলীগের সহ-সভাপতি ফখরুল হাসান। সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আয়রন (ভাংগারী) ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সেলিম সরকার। সমিতির সাধারণ সম্পাদক আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জুলহাস, সহ-সভাপতি এমআর করিম রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শরাফত আলী, প্রচার সম্পাদক মেস্তুফা মিয়া, দপ্তর সম্পাদক রোকুনুল ইসলাম রোকন, ধর্ম সম্পাদক আব্দুস সামাদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনছার আলী, কার্যকরি সদস্য সেলিম মিয়া সিরাজ, সাইদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ওইসময় সমিতির মৃত সদস্য শরাফত আলীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। Related posts:শেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভাঝিনাইগাতীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিতশেরপুরে সেনা সদস্য হত্যার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৭ Post Views: ১,২২২ SHARES শেরপুর বিষয়: