ঝিনাইগাতীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

হারুন অর রশিদ দুদু : করোনা পরিস্থিতিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান ২২ এপ্রিল বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করা এবং সামাজিক দূরত্ব ভঙ্গ করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ ব্যবসায়ীকে ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। দন্ডিত ব্যবসায়ীরা হলেন, রহুল আমিন, মোঃ মাসুদ, মিলন, শান্ত, হাসান আলী, মজনু মিয়া ও মনা। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।