১ সেপ্টেম্বর হবে বাঁক বদলের সূচনা: ছাত্রলীগ সভাপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩ আগামী ১ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র সমাবেশে’র মধ্য দিয়ে বাঁক বদলের সূচনা হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। ২৬ আগস্ট শনিবার ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ সেপ্টেম্বর ‘ছাত্র সমাবেশ’ করার কথা জানিয়েছে ছাত্রলীগ। সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের ছাত্র সমাবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উন্মাদনার সৃষ্টি হয়েছে।’ ১ সেপ্টেম্বর বাঁক বদলের সূচনা হবে মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমাদের ছাত্র সমাবেশে ছাত্রলীগের পাঁচ লাখ নেতাকর্মীর পাশাপাশি আরও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী যোগ দেবেন বলে আশা করছি।’ ৩১ আগস্ট এই সমাবেশ করার কথা থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তা একদিন পেছানো হয় বলে জানান সাদ্দাম হোসেন। Related posts:আইসিইউতে মাশরাফির বাবাআজ বিজয়ের ৫০ বছরবিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন Post Views: ১৯৪ SHARES জাতীয় বিষয়: