রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বুধবার শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম মেধাবী শিক্ষার্থীদের ওই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: মোহসিন আলী।
অনুষ্ঠান শেষে ডিআইজি আনিসুর রহমান শাপলার প্রধান কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষা বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সাথে ফটো সেশনে অংশ নেন।