প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। আগামী সপ্তাহেই ভারতের রাজধানী দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের আসর। এই সম্মেলনে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। অতিথিদের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু সম্মেলনই নয়, জি-২০-এর অনুষ্ঠানের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগেই বিভিন্ন সূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। এবার জানা গেল, শুধুমাত্র বাইডেন নন, তার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলন। সম্মেলনের দুই দিন আগেই, ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর, শুক্রবার প্রধানমন্ত্রী মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর, রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন মোদি। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ঘনিষ্ঠ দুই বন্ধু-বাইডেন ও ম্যাক্রোঁর জন্য বিশেষ মধ্যাহ্ন ও নৈশভোজের আয়োজন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কবে এই ভোজ হবে, তা রাষ্ট্রনেতাদের আসা-যাওয়ার পরিকল্পনার ওপরই নির্ভর করছে। বৃহস্পতিবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট, তার জন্য শুক্রবার বিশেষ নৈশভোজোর ব্যবস্থা করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রোববার মধ্যাহ্নভোজ করতে পারেন মোদি। এরপরই দ্বিপাক্ষিক আলোচনা হবে। অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতিই ব্রিকস সামিটে দুই রাষ্ট্রনেতার দেখা হলেও, তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। তাই এবার জি-২০ সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন মোদি ও শেখ হাসিনা। সূত্র : হিন্দুস্তান টাইমস Related posts:আজ শেখ হাসিনার ৭৪তম জন্মদিননতুন এমপিওভুক্ত ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী Post Views: ২০৮ SHARES জাতীয় বিষয়: