শেরপুরে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মনির হোসেন কালু (৩০) নামে এক নৈশপ্রহরী যুবকের ঝুলন্ত লাশ করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মনির হোসেন পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার পক্ষের নৈশ প্রহরী মনির হোসেন বুধবার রাতে বিদ্যালয়ের একটি কক্ষে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে কক্ষের দরজা-জানালা বন্ধ দেখে বাইরে থেকে তাকে ডাকাডাকি করা হয়। এতে সে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে গিয়ে ছাদে থাকা ফ্যানের রডের সাথে রশি দিয়ে মনিরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশের এসআই রাজ্জাক ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। Related posts:শেরপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ॥ সভাপতি আরিফ রেজা, সম্পাদক হো...গুজব প্রতিরোধে শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে নাগরিক সম্প্রীতি সমাবেশবগুড়ার শিবগঞ্জে এক সতিনকে জেতাতে মাঠে দুই সতিন Post Views: ৪৩৩ SHARES সারা বাংলা বিষয়: