‘ভোট’ নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে ‘জাওয়ান’ ছবিতে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩ বিশ্বব্যাপী ‘জাওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো। প্রথম শো থেকেই হাউজফুল যাচ্ছে ছবিটি। ছকে বাঁধা গল্প হলেও টুইস্ট আছে পরতে পরতে। তুলে ধরা হয়েছে সমাজের অসংগতি এবং রাজনৈতিক অবক্ষয়ের বিষয়। সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হয়েছে। ভোট নিয়েও বার্তা দেওয়া হয়েছে দর্শকদের। ‘জওয়ান’-এ সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন কিং খান। ছবিতে তাকে বলতে শোনা যায়, ‘দোকানে চাল-ডাল কিনতে গেলে ভালো না খারাপ প্রশ্ন করুন। দরদাম করুন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কি না, শিক্ষার অধিকার পাওয়া যাবে কি না কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।’ ওই দৃশ্যটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি যারা এখনও দেখেননি তারা এতে নাখোশ হয়েছেন। অভিযোগ তুলেছেন স্পয়লারের। বিষয়টি নজরে পড়েছে কিং খানের। তিনি ইতিবাচকভাবে নিচ্ছেন। তিনি বলেন, ‘এতে স্পয়লারের কিছু নেই। দেশের ভালোর জন্য সব মাফ। তবে হ্যাঁ, ওই ভোটের দৃশ্য বাদে ছবির আর কোনও স্পয়লার আমি দিতে চাই না। আপনারাও দেবেন না।’ এ সময় শাহরুখ ফের সবাইকে মনে করিয়ে দেন, ‘বুদ্ধিমত্তার সঙ্গে আরও দায়িত্বশীল হয়ে সকলকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’ ‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। Related posts:ঐশ্বরিয়া করোনায় আক্রান্তআজ চিত্রনায়িকা মাহির জন্মদিনঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার Post Views: ১৭৫ SHARES বিনোদন বিষয়: