শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণে অভিযুক্ত সাজাপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩ শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি। মানিক মিয়া সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালে মানিক মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকেই তিনি গ্রেপ্তার হয়ে হাজতে আটক ছিলেন। এদিকে মানিক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান মানিক মিয়া। বিষয়টি নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন বলেন, শুক্রবার মানিক মিয়াকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালের দিকে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, মৃতের সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। Related posts:বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি আনিছুর রহমানসহ অন্যাদের শ্রদ্ধাঞ্জলিনালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, ১৪ ড্রেজার ধ্বংসশ্রীবরদীতে ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা Post Views: ২৮২ SHARES শেরপুর বিষয়: