প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

শেরপুরে জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার ১৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর রবিবার শহরের ঢাকলহাটীস্থ শ্রমিক নেতা আরিফ রেজার রাজনৈতিক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মরহুমের বড় ছেলে জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজার সভাপতিত্বে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নীলা মিয়া, আব্দুল সালাম, মজিবর রহমান, ফখরুল হাসান, ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল হান্নান, হোসেন আলী, মোকলেসুর রহমান মোখলেছ, ফারুক আহম্মেদ, শরাফত আলী মোল্লা, রমজান আলী মোল্লা, আবুল বাশার বিপুল, রমজান আলী, আলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ২৬ সেপ্টেম্বর প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে বাদ জোহর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আলোচনা সভায় মরহুমের স্ত্রী মিসেস ফরিদা ইয়াছমিনের আরোগ্য কামনায় দোয়া করা হয়।