শেরপুরে রোজার সপ্তম দিনে দুস্থ মানুষের মাঝে সাবেক সাংসদ শ্যামলীর ইফতারী বিতরণ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ২, ২০২০

মাহবুবা রহমান শিমু ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে শেরপুরে পবিত্র মাহে রমজানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজানের সপ্তম দিনে ইফতারী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

১ মে শুক্রবার সপ্তম রমজানে পিকআপ ভ্যানের মাধ্যমে পৌর এলাকার খোয়ারপাড়, সজবরখিলা, কলেজ মোড়, খরমপুর, নিউ মার্কেট থানা মোড়সহ শহরের বিভিন্ন রাস্তার ওলিগলিতে ইফতারী পৌঁছে দিয়েছেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে খুশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষজন।


ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন প্রমুখ।


এ ব্যাপারে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মো: উমর ফারুক জানান, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে।