ট্রাক পরিচালনা অফিসে হামলা-ভাংচুর-দখলের প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের গৌরীপুর এলাকায় লোকাল ট্রাক পরিচালনা অফিসে হামলা-ভাংচুর ও জবর দখলের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা ট্রাক-মিনিট্রাক, ট্যাংক লড়িও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। ১৮ অক্টোবর শুক্রবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। অন্যথায় ট্রাকচালকসহ বেসিক ট্রেড ইউনিয়নের আওতাভূক্ত সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে একসাথে নিয়ে ধর্মঘটসহ যেকোনো সময় শেরপুরকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান তাদের কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই হামলা-ভাংচুর ও জবর দখলের ঘটনা ঘটিয়েছে। তারা অদৃশ্য শক্তির ইশারায় নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নামে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ। আরও বক্তব্য রাখেন সভাপতি আরিফ রেজা, সাধারণ সম্পাদক হোসেন আলী প্রমুখ। ওইসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।