নালিতাবাড়ীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবেন হতদরিদ্ররা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে ২৫টি করে মোট ২ হাজার ৭শ টু-ইন পিট ল্যাট্রিন বিনামূল্যে স্থাপন করা হবে। নিয়মানুযায়ী হতদরিদ্রদের তালিকা প্রস্তুত করে প্রকৃত উপকারভোগীর মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করা হবে।

২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’র অবহিতকরণ সভায় বিষয়টি জানানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত কমিটির সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামিউল হক, প্রকল্পের সোশ্যাল সেফগার্ড স্পেশালিষ্ট ও বিশ্ব ব্যাংক এর পেশালিস্ট শামছ উদ্দিন মোহাম্মদ রাফি, প্রকল্প সহযোগী বেসরকারী উন্নয়ন সংস্থা বিসিসি ফার্ম এর জেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুপুর আক্তার, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রকল্পের অধীনে শেরপুর সদর, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় ৩৫ হাজার টাকা বরাদ্দে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে টু-ইন পিট ল্যাট্রিন স্থাপন করা হবে।